বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানালেন বিজয়

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৮, ফেব্রুয়ারি ০২ ২০২৫ মিনিট

বিপিএলের চলতি আসরে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়সহ ৯ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। বিজয়কে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার খবরও ছড়িয়ে পড়ে। তাতে বিস্ময় প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি এবং নিয়েছেনও। এর আগে শনিবার দিন শেষে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার খবর উড়িয়ে দেয়। এছাড়া বিপিএল সফলভাবে আয়োজন করায় বোর্ডের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বিজয়।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিজয় লিখেছেন, ‘এই বিপিএল আমাকে শিখিয়েছে চাইলে স্বল্প মেধা আর কঠোর পরিশ্রম দিয়েই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়। প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা দেখার সুযোগ পেয়েছিলাম। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এবং এর অর্ধেক জিততে পেরেছি। ধন্যবাদ টিম ম্যানেজমেন্ট এবং প্রতিটি খেলোয়াড়কে যারা সবসময় আমাদের পাশে থেকেছে এবং আমাদের সমর্থন করেছে। এ ছাড়া সব ভক্তকেও ধন্যবাদ। যারা সবসময় আমাদের রাজশাহী দলকে সমর্থন করেছে।’

বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় আরও লিখেছেন, ‘আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ এমন একটি সময়ে বিপিএল আয়োজন করার জন্য, যখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের একটি দুর্দান্ত টুর্নামেন্ট দেওয়ার জন্য। যাদের কথা উল্লেখ করিনি, আমাদের প্রতিটি বন্ধু এবং অনুসারী যারা আমাদের ভালোবাসে, শুভাকাঙ্ক্ষী যারা সবসময় আমাদের সমর্থন করে। আমার হৃদয়ের গহীন থেকে আপনাদের ধন্যবাদ।’