ভোলায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে জেলে নি*হত, আহত ৩

এ.এ.এম হৃদয় | ২১:৫৫, ফেব্রুয়ারি ০১ ২০২৫ মিনিট

ভোলার সদর উপজেলার ইলিশায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় হাসান (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ভাংতির খাল এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিন জেলে আহত হন। আহতরা হলেন- আব্বাস মাঝি, কাঞ্চন ও সোহেল। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আব্বাস মাঝির নৌকায় করে ভোলার মেঘনায় জেলেরা মাছ ধরার জন্য নদীতে যায়। সন্ধ্যায় একদল ডাকাত জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায়। এতে এক জেলে নিহত হয়। এতে আহত হয়েছে আরও তিন জেলে। আহত ও নিহত জেলের বাড়ি ভোলা সদরের বাগার হাওলা এলাকায় বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের তিনটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। এ সব তথ্য নিশ্চিত করে ভোলা নৌপুলিশের ইনচার্জ মো.শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, হঠাৎ করে মেঘনায় দস্যুদের উপদ্রব বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।