বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ লাখ টাকা জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৮, জানুয়ারি ৩০ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কেটে অন্যত্র বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের ৮ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদ। তিনি জানান, আট লাখ টাকা জরিমানা করা হয়েছে, তবে জরিমানার অর্থ পরিশোধ না করলে আটক দুজনকে কারাদণ্ড ভোগ করতে হবে। জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সময় জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের টেংরাখালী এলাকা থেকে একটি বড় ট্রলার জব্দ করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদ।