ধর্মঘট প্রত্যাহার, বরিশালে ১৫টি রুটে বাস চলাচল শুরু

দেশ জনপদ ডেস্ক | ২১:২৮, জানুয়ারি ২৯ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এর আগে মঙ্গলবার নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বাসশ্রমিকদের বিরুদ্ধে। এ খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসে ভাঙচুরের চালায় বলে অভিযোগ করেন শ্রমিকরা ও ইউনিয়নের কার্যালয় ভাংচুরের অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এরপর মঙ্গলবার রাত সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন রূপাতলী বাসটার্মিনালের শ্রমিকরা। শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বিএম কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে তাওহিদ ক্ল্যাসিক পরিবহন নামের একটি বাসে বরিশালে আসছিলেন। তিনি শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাসচালকের সহকারী তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেন। পরে কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার জন্য রূপাতলী গেলে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার। জিয়া উদ্দিন বলেন, ঝালকাঠি মালিক সমিতির একটি বাসে বিএম কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফভাড়া না নেওয়ার টার্মিনালে অপ্রীতিকর ঘটনা ঘটে। শিক্ষার্থীরা মালিক শ্রমিক নেতাদের সঙ্গে কোনো ধরণের আলাপ না করেই পাঁচটি বাস ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করেছে। আহত করেছে সাতজন শ্রমিককে। তাই মালিক-শ্রমিকদের জানমাল রক্ষার নিশ্চিয়তার দাবিতে ধর্মঘট ডেকেছিল শ্রমিকরা। বৈঠকে সেই দাবি মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক জানান, বাস ভাঙচুরের সময় তাদের মারধর করা হয়েছে। পরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা ধর্মঘট শুরু করেন। দাবি মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ত্রিপক্ষিক মিটিংয়ে ফলপ্রসু আলোচনার মধ্যদিয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।