টস হেরে বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা

এ.এ.এম হৃদয় | ১৯:৪০, জানুয়ারি ২৯ ২০২৫ মিনিট

এবারের বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে শাকিব খানের দল। নিজেদের ১১তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। বুধবার (২৯ জানুয়ারি) মিরপুরে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালস একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, সাব্বির রহমান, রিয়াজ হাসান, থিসারা পেরেরা (অধিনায়ক), জেপি কোটজে, মেহেদী হাসান রানা, মোসাদ্দেক হোসেন, রন্সফোর্ড বিটন, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ফরচুন বরিশাল একাদশ: তাওহীদ হৃদয়, তামিম ইকবাল (অধিনায়ক), দাবিদ মালান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, জেমস ফুলার, রিশাদ হোসেন, এবাদত হোসেন ও তানভীর ইসলাম।