ঝালকাঠিতে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত ঘরে আগুন
ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষতে ফাঁসাতে পরত্যিক্ত ঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এঘটনা ঘটিয়েছে বলে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোয়াজ্জেম হোসেন মনোয়ারের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে স্থানীয় আবুল মৃধা, হাবিল মৃধা, নিক্সন মৃধা, সুজন মৃধা, সোহেল মৃধা, শুভ মৃধা, মোদারেচ মৃধা, পারভিন, হালিমা, নাজমা গংদের সাথে বিরোধ চলে আসছে। রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের ক্লাব সংলগ্ন এলাকায় বিরোধীয় সম্পত্তিতে বৈদ্যুতিক মিটারসহ টিনের একটি ঘর রয়েছে। চাকরির সুবাদে ভিন্ন জেলায় বসবার করায় বাড়িতে আসলে ওই জমিতে থাকা ঘরে বসবাস করেন মালিক। গত ১৫ জানুয়ারি থেকে ওই ঘর ফাকা থাকার সুযোগে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় আগুন দেয় প্রতিপক্ষরা। এতে টিনের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় চাল লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইন চার্জ ইসমাইল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।