বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

এ.এ.এম হৃদয় | ২১:৪১, জানুয়ারি ২৫ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে কালকিনি উপজেলা থেকে বাঁশ ক্রয় করে নছিমনে করে আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের মোর ঘুরতে গিয়ে বাঁশবোঝাই নছিমন উল্টে পুকুরে পড়ে যায়। বাঁশের ওপরে বসা রামানন্দেরআঁক গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস (৫৫) বাঁশ ও নছিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান। এ সময় নছিমনে থাকা অশোক বিশ্বাসের মেয়ের জামাই মিলন ঢালী ও নছিমন চালক ইব্রাহিম মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।