বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা ভেঙে ছিনিয়ে নেওয়া হলো ছাত্রলীগ কর্মীকে

এ.এ.এম হৃদয় | ১৭:১৮, জানুয়ারি ২৫ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে আটক ছাত্রলীগ কর্মীকে নিরাপত্তা কক্ষের তালা ভেঙে ছিনিয়ে নিয়ে গেছে ক্যাম্পাসেরই অন্য আরেকদল শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ববি ক্যাম্পাসের নিরাপত্তা কক্ষে এ ঘটনা ঘটে। কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধারের পর বিজয় মিছিল করে তারা। এর দেড় ঘণ্টা আগে ববি ক্যাম্পাসের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকে আটক করে। শিক্ষার্থীদের হাতে আটক ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার সান। তিনি ববির আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থী রাকিব আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানে সান বহু সাধারণ শিক্ষার্থীকে মারধর, হামলাসহ হেনস্থা করে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে আটক করে ক্যাম্পাসে তালাবদ্ধ করে রাখা হয়। আটকের পর ২৫-৩০ জন কক্ষের তালা ভেঙে সানকে মুক্ত করে নিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে ববি প্রশাসনকে জানানো হবে। ববি ছাত্রদলের এক নেতা বলেন, অভিযুক্ত সানকে আটকে পুলিশে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। কিন্তু এ সময় অভিযুক্তকে তুলে নিয়ে যায় আরেক পক্ষ। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। বরিশাল নগর পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই। ববি কর্তৃপক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ববি প্রক্টর এটিএম রফিকুল ইসলাম জানান, আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।