নোয়াখালীর চাটখিল থানার পুকুর থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে গোসল করতে নেমে অস্ত্রটি পান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আলীম ইসলাম।
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে থানার পুকুরে গোসল করতে নামেন আবদুল আলীম। পরে তিনি একটি মাছ দেখে তা ধরতে যান। পরে পায়ের সঙ্গে লোহার মতো কিছু লাগায় তুলে দেখেন সেটি অস্ত্র।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট চাটখিল থানায় আক্রমণ করে লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেই থেকে অস্ত্রাগারের ১১টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। উদ্ধার করা অস্ত্রটি থানার লুণ্ঠিত কিনা খতিয়ে দেখা হচ্ছে।