গাড়ি চাপায় শিশুর মৃত্যু, ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় জান্নাতুল মাওয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজামের মেয়ে। তারা বরিশালের বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জান্নাত ও তার এক সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি হলুদ অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে দুপুর ১টার পর থেকেই বিএম কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া বলেন, অরক্ষিত সড়ক এবং বেপরোয়া চালকদের কারণে প্রাণ হারাতে হচ্ছে। নিরাপদ সড়ক চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে।
নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারীদের সাত দফা দাবি হলো—
- ২৪ ঘণ্টার মধ্যে অটোচালককে গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
- কলেজের সামনের ফুটপাতগুলো স্থায়ীভাবে দখলমুক্ত করা।
- কলেজ চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা করতে হবে।
- নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করতে হবে।
- স্পিডব্রেকার ও ডিভাইডার নিশ্চিত করতে হবে।
- কলেজের সামনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে।
- রাস্তা ও ক্যাম্পাসকে ১০০% সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।