গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের

এ.এ.এম হৃদয় | ২১:৪৭, জানুয়ারি ২২ ২০২৫ মিনিট

গুচ্ছ থেকে বের হয়ে চলতি শিক্ষাবর্ষ (২০২৪-২৫) থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার এক দাপ্তরিক আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে সরে আসার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসার ওই দাপ্তরিক আদেশে বলা হয়, ২১ জানুয়ারি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তিপ্রক্রিয়ায় অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, ‘আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। এ বিষয়ে ইতিমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েক দফা আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ ব্যাপারে জোরালো সমর্থন দিয়েছেন।’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি এবং খরচ কমাতে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছিল গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। এ প্রক্রিয়ায় ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই তাঁর যোগ্যতা ও পছন্দ অনুযায়ী গুচ্ছে থাকা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন। কিন্তু আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সামনে রেখে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু করেছে।
ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। তখন ভোগান্তি ও অর্থের অপচয় ছিল নিত্যসঙ্গী। এ নিয়ে সমালোচনার মুখে ২০১৯-২০ শিক্ষাবর্ষে তা শুরু হয়। সর্বশেষ ২০২৩–২৪ শিক্ষাবর্ষে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিয়েছিল।