বরিশালে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ.এ.এম হৃদয় | ২০:৫০, জানুয়ারি ২২ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালে তিন মাদককারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি প্রদান করা হয়। অভিযুক্তরা হলো- সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের পাঁচগাও এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে রফিক, নুরুর ছেলে শাহীন ও এনছান আলীর ছেলে কালাম। এর আগে সোমবার সন্ধায় পাঁচগাও বাজার সংলগ্ন এলাকায় অভিযানকালে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জমাদিও উদ্বার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান ও হামলাকারী আওয়ামী লীগের জাকির হোসেনকে একইস্থান থেকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এছাড়া রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্স্থ নিসর্গ পার্ক সংলগ্ন রমিজ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে অভিযুক্তদের আটকের খবরে এলাকাজুড়ে স্বস্তি বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন করে মাদক ব্যবসায় জড়িত। মাদক সেবন ও বিক্রিতে একটি সিণ্ডিকেট গড়ে তুলেছে। এদের নেতিবাচক এসব কর্মকান্ডে এলাকার তরূনরা বিপদ্গামী হচ্ছে। আটকের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানান তারা। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মানিক সরকার জানান, মাদক সেবনরত অবস্থায় একটি ঘরের মধ্য থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় । এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জমাধি উদ্বার ও জব্ধ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়।