বরিশালে অটোরিক্সা ধাক্কায় প্রাণ গেল শিশুর, পালিয়ে গেল চালক
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ৭টি দাবি জানান।
নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজামের মেয়ে। তারা বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত তার পরিবারের সঙ্গে বরিশালে বেড়াতে এসেছিল। সকাল ১১টার দিকে জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় কলেজ সংলগ্ন সড়কে দ্রুতগতির একটি হলুদ অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাপা দেয়। ঘটনার পরপরই অটোরিক্সার চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকতা ওসি মো মিজানুর রহমান জানান, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি জব্দ করেছে। চালককে গ্রেফতার করার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতের লাশ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।