বরিশালে এক নার্সসহ ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৮

কামরুন নাহার | ০২:৪৬, মে ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলায় নতুন করে আরো ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৮জনে। পাশাপাশি জেলায় সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ২৬জন। বুধবার ৬ মে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। যার মধ্যে একজন বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এবং অপরজন বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে সেবিকা (নার্স) এর বয়স ৪৮ এবং আক্রান্ত অপর পুরুষ ব্যক্তির বয়স ৫০। বুধবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বেশ কয়েকজনের নমুনা পরীক্ষা করা হলেও ওই তিন জনেরই কোভিড-১৯ পজেটিভ আসে। তিনি জানান, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে প্রথম কোন মানুষের শরীরে করোনা ভাইরাজ শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল মহানগরী এলাকায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। এছাড়া বাবুগঞ্জ উপজেলায় ১১ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৫ জন, উজিরপুর উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ৩ জন, গৌরনদীতে ৪ জন, বানারীপাড়ায় ২ জন, মুলাদীতে ১ ও বাকেরগঞ্জ উপজেলায় ১ জন। জানাগেছে, সর্বশেষ আক্রান্ত হওয়া দু’জনের মধ্যে একজন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্ত নার্সের সংখ্যা ৫ জন। এছাড়া ৪ জন ইন্টার্নসহ মোট আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৯ জন ও একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক। প্রসঙ্গত, ‘গত ১২ এপ্রিল প্রথম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় একজন করে মোট দু’জন ব্যক্তির শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়। একই দিন মুলাদীতে মৃত্যু হওয়া ব্যক্তির নমুনা পরীক্ষা করলে কোভিড-১৯ পজেটিভ আসে। এ কারণে ওই দিনই বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।