পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

কামরুন নাহার | ০০:০১, মে ০৭ ২০২০ মিনিট

পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ৬ মে সন্ধ্যায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নামে আব্দুল বারেক গাজী(৫০)। পটুয়াখালী জেলা শহরের আদালত পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। নিহত আব্দুল বারেক গাজীর পরিবারের বরাদ দিয়ে পৌর এলাকার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানায়, বারেক ১০ থেকে ১২ দিন পর্যন্ত জ্বর,সর্দি এবং শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। তার পরিবার অসচেতন হওয়ায় পারিবারিক ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিল। বারেক এর অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষন পর তিনি মারা যায়। এদিকে নিহত খবর ছড়িয়ে গেলে শহরের আদালতপাড়া এলাকায় আতংক বিরাজ করছে। পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন জানায়, করোনার উপসর্গ নিয়ে বুধবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হবে। করোনা প্রোটকল মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। এর পূর্বে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলায় তিন জনের মুত্যৃ হয়েছে। এছাড়া পুলিশ, চিকিৎসক, শিক্ষিকা সহ জেলায় এ পর্যন্ত ৩০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম। আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশনসহ চিকিৎসাধীন রয়েছে।