পিরোজপুরে জমির বিরোধে সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

এ.এ.এম হৃদয় | ২০:৩৬, জানুয়ারি ২০ ২০২৫ মিনিট

পিরোজপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মিরাজ শিকদার (৪০) নামে সেনাবাহিনীর এক সার্জেন্টকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। পরে এক মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) ভোররাতে এ হামলার ঘটনা ঘটে। মিরাজ শিকদারের বাবা মো. সালাম শিকদার পিরোজপুর সদর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করলে রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামের বেবি খাতুন (৩৫), ইভা খাতুন (৪৯) ও হাসিনা খাতুন (৩২)। আহত মিরাজ শিকদার বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। আহতের পরিবার সূত্রে জানা যায়, মিরাজ শিকদার বর্তমানে কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তার ফুফাতো ভাই মো. মিঠু খন্দকারকে পিরোজপুর সদরে পৌঁছে দিতে রওনা হন। পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মিরাজ শিকদার ও তার ফুফাতো ভাই গুরুতর জখম হন। পিরোজপুর সেনা ক্যাম্পের মেজর আশরাফুল ইসলাম আহতের বাড়ি পরিদর্শন করেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বলেন, ‘গ্রেফতার অভিযানে তৎপরতা চলছে এবং মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’