বরিশালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৫, জানুয়ারি ২০ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী একযোগে শুরু হওয়া নতুন ভোটার এবং ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম বরিশালেও শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে তথ্য সংগ্রহকারীগণ। এই কার্যক্রম চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। এবিষয়ে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এই কার্যক্রমে ৫ হাজার ৬শ৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ১ হাজার ৮৬জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। পহেলা জানুয়ারি ২০২৬ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে মূলত তাদের নতুন ভোটার হিসেবে নাম নেয়া হচ্ছে।