মালানের ফিফটিতে চিটাগংকে অনায়াসে হারালো বরিশাল
চট্টগ্রাম পর্বে খেলতে এসে জয়ের ধারা অব্যাহত রেখেছে তামিমের ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারালো বরিশাল।
আজ রবিবার (১৯ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মন্ডল এবং ফাহিম আশরাফের তোপে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। এরপর মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৫ এবং আরাফাত সানির ৩৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে চিটাগং কিংস।
জবাবে দ্রুত কিছু উইকেট নিতে পারলেও ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেট এবং ২০ বল হাতে রেখেই জিতে গেল ফরচুন বরিশাল। এই জয়ের দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। আট পয়েন্ট নিয়ে চিটাগং আছে তিনে।
সহজ লক্ষ্য তাড়া করার ম্যাচে বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও ডেভিড মালান। আগের মাচে অর্ধশতক তুলে নিলেও আজ ১৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। তার বিদায়ে ১৪ রানে ওপেনিং জুটি ভাঙে বরিশালের।
তামিমের বিদায়ের পর সাজঘরে ফিরে যান তাওহীদ হৃদয়ও। ৪ বলে মাত্র ১ রান করে খালেদ আহমেদের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে বরিশাল।
১৬ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও ডেভিড মালান। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান আরাফাত সানি। আরাফাত সানির বলে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুশফিকুর রহিম। তার বিদায়ে ভাঙে ১৬ রানের জুটি।
মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন ডেভিড মালান। তবে দলীয় ৫৩ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে ২১ রানে ভাঙে এই জুটি।
মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে গেলেও মোহাম্মদ নবীকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন ডেভিড মালান। চিটাগংয়ের বিপক্ষে আজ তিনি ৩৪ বলে তুলে নেন অর্ধশতক। তার অপরাজিত ৪১ বলে ৫৬ ও মোহাম্মদ নবীর ২১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৬ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।