বরিশালে ১৫ বছরেও সংস্কার হয়নি জরাজীর্ণ সেতু
নিজস্ব প্রতিবেদক : অধিক ঝুঁকিপূর্ণ একটি ব্রিজের কারণে দুই উপজেলার কয়েকটি গ্রামের মানুষের চরম ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। দীর্ঘবছর ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থা থাকলেও সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রকৌশল দপ্তর। ফলে ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সূত্রমতে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রাম ও বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ধুমচর এলাকার সঙ্গে সড়কপথের সংযোগের ব্রিজটি স্থানীয়দের কাছে ধুমচর ব্রিজ নামে পরিচিত।
ওই ব্রিজটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না করায় ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহন নিচে পরে দুর্ঘটনা ঘটেছে।
বর্তমানে ব্রিজটির এমন অবস্থা যানবাহন তো দূরের কথা; ঝুঁকি নিয়ে মানুষ পায়ে হেঁটেও পার হতে চায় না। ফলে শিক্ষার্থী, কৃষকসহ হাজারো মানুষের ব্রিজের অভাবে এখন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
চ^াদপাশা ইউনিয়নের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান, এ ব্রিজটি দিয়ে বাবুগঞ্জ সদর ও মীরগঞ্জের মানুষ উলাল বাটনা হয়ে বরিশাল সদরে দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ব্রিজটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ব্রিজটি এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসছেন। গত বছর ব্রিজটি পুনর্নির্মাণের কথা শুনলেও অদ্যাবধি তা আলোর মুখ দেখেনি।