গণধর্ষণ ঘটনার আসামির আত্মসমর্পণ

কামরুন নাহার | ২২:১৯, মে ০৬ ২০২০ মিনিট

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার তালতলীতে মেয়েকে গাছের সাথে বেঁধে মাকে গণধর্ষণ ঘটনায় অভিযুক্ত এমদাদুল ওরফে এমাদুল (৩৫) আত্মসমর্পণ করেছেন। বুধবার ৬মে দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষণ চেষ্টার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সূত্র জানায়, ২৩ এপ্রিল তালতলীতে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর ৩০ এপ্রিল পুলিশ নারীকে ডেকে নিয়ে থানায় ১৮ ঘন্টা আটকে রাখে। পরে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁচজনকে আসামি করে একটি মামলা রেকর্ড করা হয়। আলোচিত এ ঘটনায় প্রধান আসামি জহিরুল আকনকে শনিবার র‌্যাব আটক করে তালতলী থানায় সোপর্দ করে। এরপর মঙ্গলবার সকালে পুলিশ আরেক আসামি নজরুলকে গ্রেপ্তার করে। বুধবার এমদাদুল আত্মসমর্পণ করেন। এ নিয়ে অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার সম্ভব হয়েছে। আসামি এমাদুলের স্ত্রী বলেন, ‘আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে বুধবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পন করেন। অপর দুই আসামি সোহাগ ও সাইদুল আত্মসমর্পণ করবে বলে জেনেছি।’বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী- তালতলী সার্কেল) মো. মহরম আলী মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।