ঢাকা মেডিকেল থেকে ফের ভুয়া ‘নারী চিকিৎসক’ গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৬, জানুয়ারি ১৪ ২০২৫ মিনিট

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলায় মোছা. ডালিয়া আক্তার (৩২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। হাসপাতালের দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালের দিকে অভিযুক্ত ওই নারী চিকিৎসক অ্যাপ্রোন পরে ও গলায় টেলিস্কোপ ঝুলিয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের তৃতীয় তলায় ঘোরাফেরা করছিলেন। পরে চিকিৎসকদের সন্দেহ হলে তার কাছে জানতে চান তিনি ঢাকা মেডিকেলের চিকিৎসক কি না। এক পর্যায়ে ওই নারী চিকিৎসক কোনো সদুত্তর দিতে না পারলে বিষয়টি টহলরত আনসার সদস্যদের জানানো হয়। পরে আমরা ওই নারী চিকিৎসককে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেকের বার্ন ইউনিটে তৃতীয়তলা থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি। শাহবাগ থানা থেকে পুলিশের একটি দল এসে ওই নারীকে নিয়ে গেছে। এর আগে স্বর্ণা আক্তার ও মুনিয়া রোজা নামে দুই ভুয়া নারী চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।