প্রতি জেলায় করোনার ল্যাব স্থাপনে আইনি নোটিশ

কামরুন নাহার | ১৭:৫৭, মে ০৬ ২০২০ মিনিট

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে প্রত্যেক জেলায় করোনা শনাক্তকরণের জন্য পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। বুধবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন ইমেইলে আইনি নোটিশ পাঠান। নোটিশে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সচিব ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়, যেহেতু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ ব্যাধি হিসেবে দেখা দিয়েছে এবং ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ব্যাধিতে অধিকসংখ্যক মানুষ সংক্রমিত কি না সেটা পরীক্ষা করা ছাড়া এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব না। তাই সংক্রমিত করোনাভাইরাস নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করার জন্যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হলো।