বরিশালে ভাবির সঙ্গে অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীসহ তিনজনকে পিটুনি
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্ত্রী। এ ঘটনা ঘটেছে উপজেলার ফুলশ্রী গ্রামে।
অভিযোগ থেকে জানা গেছে, ১২ বছর আগে বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের ইউনুস ফরিয়ার মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে পূর্ব রাংতা গ্রামের আবুল মোল্লার ছেলে রকিব মোল্লার বিয়ে হয়। এ দম্পতির তিনটি সন্তান রয়েছে।
রকিবের ভাই কালাম মোল্লা দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। এ সুযোগে তার স্ত্রীর সঙ্গে রকিব সম্পর্ক গড়ে তোলেন। এতে বাধা দেওয়ায় তানজিলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। কালাম মোল্লা দেশে এসে অসুস্থ হয়ে মারা যান। এরপর দেবর–ভাবির সম্পর্ক আরও গভীর হয়।
বিষয়টি নিয়ে রকিব ও তানজিলার সম্পর্কের অবনতি হয়। বাধা দেওয়ায় তানজিলাকে একাধিকবার শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি বাবার বাড়ি ফুলশ্রী গ্রামে আশ্রয় নেন। রকিবের বড় ভাই ছালাম মোল্লা মীমাংসার কথা বলে তানজিলার পরিবারকে তাদের বাড়ি আসতে বলেন।
শুক্রবার রাত ৯টায় তানজিলা, তার চাচা শাহজাহান ফরিয়া ও ভাইয়ের ছেলে আলামিন রকিবের বাড়িতে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তানজিলার স্বামী রকিব মোল্লা, ভাসুর ছালাম মোল্লা, হাবুল মোল্লা, ইলিয়াস মোল্লা, মাসুদ মোল্লাসহ কয়েকজন তানজিলার পরিবারের ওপর হামলা করেন।
তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তানজিলা বেগম ও ভাইয়ের ছেলে আলামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা ও এটিএম কার্ড রেখে দেয় হামলাকারীরা। এ ঘটনায় শনিবার সকালে তানজিলা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
মারধরের অভিযোগ অস্বীকার করে রকিব মোল্লা বলেন, আমাদের যৌথ পরিবার। ভাই একমাস আগে মারা যায়। এরপর আলাদা হয়ে যাওয়ার জন্য চাপ দেয় তালজিলা।
এতে রাজি না হওয়ায় রাগ করে চলে যায় সে। পরে তার পরিবারের লোকজন রাস্তায় ডেকে আমাকে মারধর করে। চিকিৎসার জন্য গৌরনদী চলে যাই। ওই সময় কারা তাদের ওপর হামলা করেছে জানি না।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মিল্টন মণ্ডলকে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।