ঢাকাকে হরিয়ে বরিশালের শুভ সূচনা
নিজস্ব প্রিতেবদক// বাংলাদেশ অনুর্ধ-১৮ ক্রিকেট চ্যাম্পিয়ন টুর্নামেন্ট ২০২৪/২৫ এ শুভ সূচনা করেছে বরিশাল বিভাগ।
ঢাকা (দক্ষিণ) বিভাগকে ১ইনিংস ও ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ। কক্সবাজারে অনুিষ্ঠত হওয়া তিন দিনের ম্যাচের তৃতীয় দিন সকালেই বরিশাল তাদের জয় নিশ্চিত করে। বরিশালের ইয়াসিন হাওলাদার সর্বোচ্চ ৬উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন, দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিবুল।
জাতীয় দলের সাবেক পাঁচ জন ক্রিকেটারদের তত্বাবধানে ক্রিকেটিও আমেজে মুখরিত হয়ে উঠেছিল কক্সবাজার ভেন্যু। বরিশাল দলের কোচের দায়িত্বে ছিলেন বিভাগীয় কোচ তাশরিকুল ইসলাম টোটাম ও সহকারী কোচ লিমন দে, আর দলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বরিশালের সাবেক ক্রিকেটার আবুল হাসনাত নাহিদ ।