ঝালকাঠিতে হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

এ.এ.এম হৃদয় | ১৭:৫৩, জানুয়ারি ০৯ ২০২৫ মিনিট

 ঝালকাঠি সদর উপজেলার রামপুর জোড়াপোল এলাকায় গত ৬ জানুয়ারি সুদেব হালদার (২৮) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার দিনই ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করেছে নিহত যুবকের বাবা সুব্রত হালদার।
ঘটনার তৃতীয় দিনেও হত্যায় জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবার, স্বজন এবং এলকাবাসী। স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করতে দোকান বন্ধ রেখে রাস্তায় নামে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  সকাল ১০ টার দিকে  ঝালকাঠির বাউকাঠি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান ১ ঘন্টার জন্য বন্ধকরে প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা। সকাল ১০ টায় নিহত সুদেব হালদার বাউকাঠি বাজারস্থ মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাজারে ব্যবসায়ীরা।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সরদার মো. শহিদুল্লাহ, বাউকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিস মো. রুহুল আমিন ফকির, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রাহুল বাড়ি, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, আলী হায়দার রাড়ী, মো. আবুবক্কর, সৈয়দ রুহুল আমিন, মো. বেল্লাল খান,  মো. আনিস সিকদার এবং নিহতের সহোদর সাগর হালদার সুকেশ সহ অনেকে।
বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সুদেব হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় লাগাতার কর্মসুচী দেয়া হবে। বাউকাঠি বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচীতে কয়েকশত ব্যবসায়ীরা অংশ নেয়।
উল্লেখ্য,  গত ৬ জানুয়ারি দিবাগত রাতে সুদেব হালদার দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।