ভোলায় ৪৬৭ পিস ইয়াবাসহ যুবক আটক
ভোলায় ৪৬৭ পিস ইয়াবাসহ মো. কালাম (৩০) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ বুধবার (৮ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. কালাম ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকার মো: আব্দুল মালেকের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচ এম এম হারুন অর রশীদ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ইলিশা লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৬৭ পিস ইয়াবাসহ কামালকে আটক করা হয়। পরে, আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযান নিয়মিত চলছে বলেও তিনি জানান।