মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

এ.এ.এম হৃদয় | ১৭:৩৭, জানুয়ারি ০৮ ২০২৫ মিনিট

আদালত অবমাননার অভিযোগে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৮ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছেন।