বানারীপাড়ায় মাদরাসার অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রকাশিত সংবাদের ভিন্নমত

এ.এ.এম হৃদয় | ২১:১৭, জানুয়ারি ০৪ ২০২৫ মিনিট

শুক্রবার (৩ জানুয়ারী) ও শনিবার (৪ জানুয়ারী) দৈনিক বিভিন্ন পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে ‘বানারীপাড়ায় চাখারের চাউলাকাঠী ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগ করাতে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ’ শিরোণামে প্রকাশিত সংবাদটি যে অভিযোগের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মাদরাসার সহকারি অধ্যাপক (আরবী) মো. ইয়াসিন দাবি করেছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএমএ জলিল পদত্যাগ করলে আমার সেই পদে দায়িত্ব পাওয়ার কোন সুযোগ নেই। তাহলে আমি কেন তাকে পদত্যাগ করাতে চাইবো? তার এই পদত্যাগের বিষয়ে আমি কোনভাবেই জড়িত নই। আমার পেশাগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে ও হয়রাণির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদরাসার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ্ মহোদয়ের বরাবরে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া লিখিত অভিযোগ করা হয়েছে। আমি ওই মিথ্যা অভিযোগের বরাতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যপারে তিনি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদরাসার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ্র কাছে লিখিতভাবে জানাবেন বলেও জানান।