বরিশাল জেলা ও মহানগর ছাত্র শিবিরের কমিটি ঘোষণা

এ.এ.এম হৃদয় | ১৮:৫৯, জানুয়ারি ০৪ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা ও মহানগরে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর রূপাতলী হাউজিং স্ট্রিটে একটি মিলনায়তনে ভোট গ্রহণ শেষে দুই সদস্য বিশিষ্ট কমিটির চারজনের নাম ঘোষণা করা হয়। শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। ছাত্রশিবির থেকে জানানো হয়, বরিশাল জেলা ও মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই কমিটির সভাপতি নির্বাচন করা হয়। পরে সভাপতিদ্বয় দুই কমিটির সেক্রেটারির নাম ঘোষণা করেন। দুই কমিটির সভাপতি ও সেক্রেটারি আগামী ৬ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ঘোষিত কমিটিতে বরিশাল জেলা শাখায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকবর হোসেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাইয়্যেদ আহমেদ। মহানগর কমিটিতে সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হাসান নাইম।