ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে যাত্রীবাহী বাস খাদে

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৬, জানুয়ারি ০২ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পদ্মা সেতু এক্স‌প্রেসও‌য়ের শিবচ‌রে গো‌ল্ডেন লাইন প‌রিবহণ না‌মের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে গেছে। বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৮টায় এক্স‌প্রেসও‌য়ের কুতুবপুর ৪নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘ‌টে। এতে আহত হয় অন্তত ১০যাত্রী। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে চি‌কিৎসা দেওয়া হয়েছে। ত‌বে কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। স্থানীয়রা জানান, সকাল সা‌ড়ে ৮টায় খুলনা থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে ছে‌ড়ে আসে গো‌ল্ডেন লাইন না‌মের এক‌টি যাত্রীবাহী বাস। শিবচ‌রের কুতুবপু‌র ৪নম্বর ব্রিজ এলাকায় আসলে ঘন কুয়াশার কার‌ণে বাস‌টি নিয়ন্ত্রণ হারিয়ে এক্স‌প্রেসও‌য়ের পা‌শে খা‌দে পড়ে যায়। এসময় বা‌সের সাম‌নের অংশ দুম‌ড়েমুচ‌ড়ে যায়। বাস‌টি‌তে প্রায় ৫০জন যাত্রী ছি‌ল ব‌লে জানা গে‌ছে। শিবচর হাইও‌য়ে থানার ও‌সি জ‌হুরুল ইসলাম জানান, এক্স‌প্রেসওয়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এতে বেশ ক‌য়েকজন যাত্রী আহত হ‌য়ে‌ছে। হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে দুর্ঘটনাকব‌লিত বাসটি উদ্ধার করে‌ থানায় নি‌য়ে আসে।