হক মিস্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা

কামরুন নাহার | ২০:১৯, মে ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ৫মে বিকালে নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠান থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন। অভিযানকালে নগরীর বাজার রোডে মোড়কজাত অবস্থায় ঘি বিক্রি ও বিএসটিআই লোগো ব্যবহারের অনুমোদন থাকা সত্ত্বেও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন, খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় ঘি সংরক্ষণ ও বিক্রির অপরাধে হক মিষ্টান্ন ভান্ডার-কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নগরীর ভাটিখানা রোডে লাইসেন্সের শর্তানুযায়ী ৪০টি পর্যন্ত এলপিজি সিলিন্ডার সংরক্ষণের নিয়ম ভঙ্গ করে অনিরাপদ পস্থায় ৮০টির বেশি এলপিজি সিলিন্ডার মজুদের মাধ্যমে এলাকাবাসী ও সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কাজ করার অপরাধে সুব্রত সাহা-কে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন স্যানিটারি ইনস্পেক্টর জাকির হোসেন।