বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দকে ইসলামী আন্দোলনের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে দলটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাওছারুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ, সহ-সভাপতি আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সভাপতি এমএম সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।