আন্দোলন-সংগ্রাম ও পদত্যাগে কেটেছে ববির ২০২৪

এ.এ.এম হৃদয় | ২০:২৫, ডিসেম্বর ৩১ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৪ সাল। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪ সালের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল আন্দোলন-সংগ্রাম ও সড়ক অবরোধ। বছরের বেশিরভাগ সময় বিভিন্ন আন্দোলন, সমালোচনা এবং পদত্যাগের খবরে মুখর ছিল বিশ্ববিদ্যালয়টি। চলুন, ২০২৪ সালে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দিনগুলো কেমন ছিল তা দেখে নিই। প্রথম নারী ভিসি ও প্রথম প্রো-ভিসি পদে নিয়োগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শুচিতা শারমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ বিভাগের শিক্ষক। ডি-নথির যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয় ২১ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নথি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ৯টি দপ্তরে এ কার্যক্রম চালু হলেও পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগে তা সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন ববির ৩৭ শিক্ষার্থী গবেষণায় সফলতা অর্জন করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ লাভ করেন। ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ উদ্বোধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম ওয়েববেইসড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ “বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ” উদ্বোধন করা হয়েছে। এতে ১৬০০’র অধিক প্ল্যান্টের ডেটা রয়েছে যা বিভিন্ন গবেষণায় সহায়ক হবে। কোটা আন্দোলনে শহীদদের স্মরণে ১ম শহীদ বেদী স্থাপন কোটা আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বেদী নির্মাণ করা হয়। এটি শিক্ষার্থীদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য নির্মাণ করা হয়েছে। ববি ও বিইউপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা এবং সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ববি কর্মকর্তাদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন কর্মকর্তা আহত হন। ববি ক্যাম্পাসে পুলিশ-বিজিবি চলে গেল ক্ষমা চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ এবং বিজিবি ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে যায়। শিক্ষার্থীরা টিয়ার শেল ও রাবার বুলেটের মোকাবিলায় পুলিশকে ঘিরে ধরে এবং অবরোধ করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগের পর সহকারী প্রক্টর ও হল প্রভোস্টসহ ১৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ছাত্র আন্দোলনের মুখে তাদের পদত্যাগ হয়। সেশনজটে বিসিএস স্বপ্নভঙ্গ ববির ১০৩০ শিক্ষার্থীর সেশনজটের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৩০ শিক্ষার্থী ৪৬তম বিসিএসে অংশগ্রহণ করতে পারেনি। তবে, সেশনজটমুক্ত হওয়ায় ৪৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। সিমাগো র‌্যাংকিংয়ে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম নেই ববির ‘সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিং’ ২০২৪ এর তালিকায় দেশের ৪১টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পায়নি। ববিতে সাড়ে ৩ কোটি টাকার অডিট আপত্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১৫টি অডিট আপত্তি উঠেছে, যার মধ্যে ৮টি সাধারণ এবং ৭টি অগ্রিম আপত্তি রয়েছে। এ ঘটনায় প্রায় ৩.৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক দুর্ঘটনায় ববি ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মীম সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তিন দিন ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন। ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এক দফা ঘোষণা শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শুচিতা শারমিনের পদত্যাগের দাবি জানান। তারা অভিযোগ করেন, ভিসি দায়িত্ব গ্রহণের পর কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বিভাগীয় সংঘর্ষে ট্রেজারারের বিরুদ্ধে প্রতিবাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থের হিসাব নিজের নামে স্থানান্তরের চেষ্টা করেছিলেন। শিক্ষার্থীরা তার নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। ক্লাস রুম সংকটে খোলা মাঠে ক্লাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস রুম সংকটে প্রায়ই খোলা মাঠে ক্লাস করেন। একাধিক কোর্সের ক্লাস মাঠে অনুষ্ঠিত হওয়ার চিত্র দেখা যায়। বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আলোকসজ্জার অভাব বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো আলোকসজ্জা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পায়। অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মতো বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা না থাকায় প্রশাসনের উদাসীনতা নিয়ে আলোচনা ওঠে। বিতর্কিত ট্রেজারারের নিয়োগ বাতিল ও নতুন ট্রেজারার নিয়োগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিল করে ১৯ ডিসেম্বর নতুন ট্রেজারার মো. মামুন অর রশিদকে নিয়োগ দেওয়া হয়।