উৎপাদনে ফিরলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, এখনও বন্ধ আছে দ্বিতীয় ইউনিট
১৪ দিন পরে আবারও উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।
সোমবার (৩০ ডিসেম্বর) শেষ বিকালে কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।
শাহ মনি জিকো বলেন, ‘পিডিপির অনুমোদন পাওয়ার পরই আমরা প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি। এর আগে তাদের নির্দেশক্রমে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। আমাদের দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করছি, জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।