ছাত্র আন্দোলনে হত্যা/ বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা রিন্টু গ্রেপ্তার

দেশ জনপদ ডেস্ক | ১৯:১০, ডিসেম্বর ৩০ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম (৫১) নামে এক নারী হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, গত ১৯ জুলাই বিকেলে বনশ্রী জি ব্লকের ৫ নম্বর রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নম্বর রোডের ৫৬ নম্বর বাড়ির সিঁড়িতে গুলিবিদ্ধ হন মায়া ইসলাম। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মায়া ইসলাম মারা যান। এ ঘটনায় নিহত মায়ার ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডিসি তালেবুর রহমান আরও বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’