‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন রেজাউল করিম নামে এক আওয়ামী লীগ নেতা।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই আওয়ামী লীগ নেতা। রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের মেম্বার। তার ‘মুজিব কোট’ পোড়ানোর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলেন, ‘এই দলের নেতাকর্মীদের চাল-চলন আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।’ তিনি আরও বলেন, ‘আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম, এখন থেকে তাবলিগ করবো।’