বানারীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আল-আমিন | ২১:৪৯, ডিসেম্বর ২৬ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার অধ্যক্ষ এনায়েত করিম সড়কে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে, রিলায়ন্স অর্গানাইজেশন ও আরাফাহ্ আল ইসলামের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সম্পূর্ণ ফ্রী পরিক্ষা নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের পরিচালক আরাফাহ্ আল ইসলাম ও রিলায়ন্স অর্গানাইজেশন রক্ত যোদ্ধা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার (২৫শে ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে মানবতার এ সেবা। ফ্রি মেডিকেল ক্যাম্প সেবায় দূর দুরন্ত থেকে আশা সকল শ্রেণীর মানুষের ঢল নামে আসে। এ কার্যক্রমে নিয়োজিত ছিলেন বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমন ইবনে নূর, গাইনী বিভাগের ডাক্তার ছিলেন জান্নাতুল ফেরদৌস। অত্যন্ত ধৈর্যের সাথে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একটানা এই ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মানবিক চিকিৎসকের পাশাপাশি যে রিলায়েন্স অর্গানাইজেশন ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা ইমন হোসাইন ও আব্দুল্লাহ খানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ এ কার্যক্রম পরিচালনা করেন।