ভারত থেকে জাহাজে করে এলো ২৪ হাজার ৬৯০ টন চাল

আল-আমিন | ২২:০৭, ডিসেম্বর ২৫ ২০২৪ মিনিট

ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ব্লেজ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি তানাইস ড্রিম’। এসব চাল উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় চালবাহী জাহাজটি।

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারত থেকে আমদানি করা চাল বহনকারী জাহাজ আজ (বুধবার) বিকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। আগামীকাল (বৃহস্পতিবার) জাহাজটি জেটিতে ভিড়বে। এরপর খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জাহাজে থাকা চালের মান যাচাই-বাছাইয়ের জন্য জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করবেন। সব কিছু ঠিক থাকলে চাল খালাসের অনুমতি প্রদান করা হবে।’

এর আগে, গত ২৩ নভেম্বর ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চাল বহন করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।

প্রসঙ্গত, ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ৪ লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন আসলো চট্টগ্রামে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তবর্তী সরকারের আমলে প্রথমবারের মতো ভারত থেকে চালের এই চালানটি এসেছে।