ছিনতাইয়ের কবলে মোটরসাইকেল চালক
গৌরনদী প্রতিনিধি ॥ জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত সাহেবেরচর এলাকার মোটরসাইকেল চালক রানা মাতুব্বরকে পিটিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার রত্মপুর এলাকায়। আজ মঙ্গলবার ৫ মে দুপুরে আহত রানা মাতুব্বর জানান, সাহেবেরচর এলাকা থেকে একজন ব্যবসায়ীকে নিয়ে তিনি বাটাজোর বন্দরে আসেন। ওই ব্যবসায়ীকে বাটাজোর নামিয়ে দিয়ে তিনি বাড়ি ফেরার পথে মাহিলাড়া বাজারের সঞ্জয়ের গ্যারেজের সামনে পৌঁছলে দুইটি মোটরসাইকেলে চারজন লোক তার পথরোধ করে মুখ চেঁপে ধরে আগৈলঝাড়ার রত্মপুর নিয়ে যায়। পরবর্তীতে তাকে (রানা) হেলমেট দিয়ে পিটিয়ে মুখের তিনটি দাঁত ফেলে দিয়ে শারিরিক নির্যাতন করে সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।