স্ত্রীসহ সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুরের বিরুদ্ধে দুদকের মামলা

আল-আমিন | ২০:৪৭, ডিসেম্বর ২৩ ২০২৪ মিনিট

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে সোমবার (২৩ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে মামলাটি করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বিরুদ্ধে ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় মামলায় মহিববুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে মহিববুর রহমানের নামও রয়েছে। ফাতেমার নামে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে অভিযোগ এজাহারে আনা হয়। কুয়াকাটা ও পায়রা বন্দরের আশপাশে ফাতেমা আক্তারের নামে রয়েছে ৩৭ একর জমি রয়েছে। জমিগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় দেড়শ কোটি টাকা। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মহিববুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।