বরিশালে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ.এ.এম হৃদয় | ১৯:২৬, ডিসেম্বর ২৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে ভাড়া বাসা থেকে কলেজছাত্রী শাম্মী আক্তারের (২২) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের আনোয়ার মসজিদ সংলগ্ন শাহজাহান মিয়ার টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। মৃত শাম্মী আক্তার (২২) পটুয়াখালী সদর উপজেলার শাহজাহান হাওলাদারের মেয়ে এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কোতোয়ালি মডেল থানার এসআই মিরাজ মোল্লা জানান, বরিশাল নগরীর ব্যপ্টিস্ট মিশন রোডের আনোয়ার মসজিদ সংলগ্ন শাহজাহান মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকত শাম্মী। মাঝে মধ্যে অভিভভাবকরাও এখানে এসে তার সঙ্গে থাকতেন। সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা শাম্মীকে দেখতে পান। পরে তাকে পরিচিতজনদের সহায়তায় উদ্ধার করে শেবাচিম হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। প্রেম না পারিবারিক কারণে এ আত্মহত্যা সে বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।