উজিরপুরে রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা টানানো হয়নি দুইটি প্রাথমিক বিদ্যালয়ে

আল-আমিন | ১৭:৪৫, ডিসেম্বর ২৩ ২০২৪ মিনিট

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসে বরিশালের উজিরপুর উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার হারতা ইউনিয়নে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ১৩৯ নং মধ্য কালবিলা ও ৪৪ নং কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। এই নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ ভিত্তিতে সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়- দুইটি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ ও জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত কোনটাই করা হয়নি। অভিযোগের বিষয় ৪৪ নং কালবিলা সরকারী প্রার্থমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কৃষ্ণ পান্ডের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বরিশাল আছি। পতাকা টানানো না হলে আমি কি করব? ১৩৯ নং মধ্য কালবিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী রঞ্জন ওঝা বলেন, আমি ঝালকাঠি আছি, পতাকা টানানো হয়নি বলে আমি দুঃখিত। উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় পতাকা না টানানো আইনে দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’