তরুণদের যৌন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বরিশালে সাংবাদিকদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে নারীপক্ষ।
রোববার দুপুরে নগরীর আমির কুটিরে আভাসের সভাকক্ষে নারীপক্ষের অধিকার এখানে এখনই প্রকল্পের উদ্যোগে এই সভা হয়। এসময় তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে জনসচেতনা সৃষ্টির পাশাপাশি সবার অংশগ্রহণ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরণ, নারীপক্ষের অধিকার এখানে এখনই প্রকল্পের (আরএইচআরএন) পরিচালক সামিয়া আফরীন, প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুনসহ বিভিন্ন জেলার গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশের অধিকাংশ ছেলে-মেয়ে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অসচেতন। এছাড়া বিভিন্ন কুপ্রথার পাশাপাশি অসচেতন মনোভাবের কারণে তারা নানাবিধ রোগে ভুগছে। এ বিষয়ে তাদের সচেতন করতে সমাজের সবস্তরের নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।