বরিশালে শিক্ষার্থীদের দিয়ে সংবাদ সম্মেলন করাতে গিয়ে ফেঁসে গেলেন শিক্ষক

এ.এ.এম হৃদয় | ২১:০৭, ডিসেম্বর ২১ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেয়ার নামে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নিজেকে বাঁচাতে কয়েকজন শিক্ষার্থীদের ভূল বুঝিয়ে সংবাদ সম্মেলন করতে চাপ প্রয়োগ করে শিক্ষক মামুন। শনিবার ২১ ডিসেম্বর সকালে নগরীর আমিরকুটির এলাকায় শিক্ষক মামুনের পক্ষে সংবাদ সম্মেলন করতে হাজির হয় একদল শিক্ষার্থী। ঘটনাচক্রে ঐ স্থানে উপস্থিত হয় ভুক্তভোগী পরিবার। তখন চাকরি দেয়ার নামে টাকা নেয়ার প্রমান দেখে হতভম্ব হয় শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষক মামুনের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অধ্যক্ষের রুমে গিয়ে ক্ষমা চেয়ে মামুনের বিচারের দাবি করেন। শিক্ষক মামুনের পক্ষে সংবাদ সম্মেলন করতে আসা শিক্ষার্থীরা বলেন একজন শিক্ষক কতটা প্রতারক হতে পারে তার উদাহরণ আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় শনিবার পলিটেকনিক অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী পরিবার। ভুক্তভোগী প্রসেনজিৎ বলেন, আমার বোন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। সেই সুবাদে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে পরিচয়। এরপর ২০২৩ সালে পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেয়ার নাম করে স্ট্যাম্পে চুক্তিপত্র করে দুই লাখ টাকা নেয়। যার সকল ডকুমেন্টস রয়েছে। প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরির কথা বললেই টালবাহানা করতে থাকে মামুন। সবশেষ গতমাসে চাকরী দেয়া সম্ভব না বলে জানায় শিক্ষক মামুন। এসময় কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা দিলেও তিনি ওয়াদা রাখেননি তিনি। অভিযুক্ত শিক্ষক মামুন বলেন, আমি টাকাটা নিয়ে চাকরি জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। শিক্ষক সোয়েব ও আমার গ্রামের বাড়ি একই এলাকায়। আমি চেষ্টায় আছি প্রসেনজিতের টাকাটা ফেরত দেয়ার। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল আমিন বলেন, শিক্ষক মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কখনোই এমন কাজ করতে পারেননা। তিনি শিক্ষক জাতির কলঙ্ক। শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের খোঁজ খবর নিয়ে জানা যায়, জেলার হিজলা উপজেলার বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে চাকরি দেয়ার নাম করে ও অনলাইনে জুয়ার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। মামুনের ছোট ভাই কিছুদিন পূর্বে ঢাকায় জাল টাকাসহ আটক হয়।