বরগুনায় ২২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বরগুনার পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবাসহ শিপন দাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করে।
কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিপন দাসকে আটক করা হয়।
অভিযানে শিপনের কাছ থেকে ২২৯ পিস ইয়াবা, নগদ ১৫০০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।