নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার দামড়িব্রীজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই মুহিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে আনার পর আরও একজন মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক দামড়িব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ও নিহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন, জাফলং থেকে সিলেটে আসার পথে জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার। গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন।
এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। আহত ও নিহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।