বাজারে আসছে রেমডেসিভির

কামরুন নাহার | ১০:২৮, মে ০৫ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ।। করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির তৈরি করছে বাংলাদেশ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ দেশের ছয়টি প্রতিষ্ঠানকে এই ওষুধ তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ মাসেই বাজারে আসার কথা এই ওষুধের। গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় এই ওষুধ কার্যকর ভূমিকা রাখবে, বলে আশাবাদী ঔষধ প্রশাসন অধিদপ্তর। করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করে সফলতা পেয়েছে যুক্তরাষ্ট্র। এই ওষুধ তৈরিও হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে এটি ব্যবহার হয়েছিল ইবোলার চিকিৎসায়। সম্প্রতি বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠানকে রেমডেসিভি উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এগুলো হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং পপুলার। অনুমতি পাওয়া ছয় প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই কাঁচামাল আমদানি করে কাজও শুরু করেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি রেমডেসিভি এ মাসেই বাজারে আসার কথা। অন্য কয়েকটি প্রতিষ্ঠানের কাজও শেষ পর্যায়ে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির মতো আরো ওষুধ বাংলাদেশে তৈরি হবে, আশা জনস্বাস্থ্যবিদদের।