শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে সভা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৩, ডিসেম্বর ১৮ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক: চলো যাই যুদ্ধে শব্দ দূষণের বিরুদ্ধে এই স্লোগান বাস্তবায়ন এবং শব্দ দূষণের প্রভাব থেকে নিজেদের বাঁচাতে করনীয় বর্জনীয় বিষয়ে বরিশালে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যৌথ আয়োজনে প্রায় শতাধিক পরিবহন চালক, মালিক ও শ্রমিকদের নিয়ে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ১৮ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১১টায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক বিআরটিএ মো: জিয়াউর রহমান, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোঃ রেদওয়ানুর আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর পল্লব কুমার সাহা, নিসচার সদস্য মো: শাওন খানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। নিসচার সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, শব্দ দূষণ একটি নিরব ঘাতক যা আমাদের মস্তিষ্ক তিলে তিলে শেষ করে দিচ্ছে। যখন এর ক্ষতিকর প্রভাব আপনি আমি বা আমরা বুঝতে পারবো তখন আর কিছুই করার থাকবে না। তাই আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, সুন্দর ও উন্নত জীবন উপহার দিতে এখনই সচেতন হতে হবে। কোন ভাবেই পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না বলেও চালক, বাস মালিক ও শ্রমিকদের পরামর্শ প্রদান করা হয়।