মায়ের জানাজায় হাতকড়া পরা যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক : হাতে হাতকড়া। সেই হাতেই ধরে আছেন মায়ের লাশের খাটিয়া। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেবের।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুরস্থ গ্রামের বাড়িতে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। মাকে শেষ বিদায় জানাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি।
পুলিশি পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। সকালে মায়ের মৃত্যুর খবর শুনে আবেদন করার পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চার ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান। জানাজার নামাজ শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তিনি একজন আসামি। নিয়মানুযায়ী নিরাপত্তার স্বার্থে তাকে হাতকড়া পরানো হয়েছে। এক হাতে হাতকড়া পরিয়েছি, কোনো ডান্ডাবেরি পরাইনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা নগর থেকে আবদুল মোতালেবকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।