বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডিপ্লোমা প্রকৌশলীর

এ.এ.এম হৃদয় | ১৮:৪০, ডিসেম্বর ১৭ ২০২৪ মিনিট

বরিশালের বানারীপাড়ায় কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে সুশান্ত রায় (২৭) নামের এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের মাছরং ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইক চালক রাকিব (২৮) গুরুতর আহত হন। নিহত সুশান্ত রায় বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বন্দর বাজারের মৎস্য ব্যবসায়ী সুধীর রায়ের ছেলে।
লেখাপড়ার পাশাপাশি তিনি বন্দর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান (মৎস্য আড়ৎ) পরিচালনা করতেন।জানা গেছে, গতকাল সোমবার দুপুরে পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার কুনিয়ারী এলাকা থেকে বানারীপাড়ায় আসার পথে মাছরং ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক যাত্রী ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) ও চালক রাকিব (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় সুশান্তকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে সুশান্ত রায় মারা যান।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।